সত্য কথা
জাহাঙ্গীর আলম
নীল আকাশের উল্কা পথে
ছুটে যাব যখন আমি অনেক দূরে,
আমার জীবনের একতারাটা-
শুধু বাজিয়ে যাব একই সুরে ।
অশ্রু চোখে দেখবে যখন শায়িত মেয়ে,
সাদা-শাড়ি পরিয়ে দেবে ছোট্ট একটি তালার ঘরে ।
আমি যখন থাকবনা এই অবনীর পরে,
আমার কথা হারিয়ে যাবে নিয়মের এক গতিধারে ।
– প্রকাশকালঃ জানুয়ারি ১৯৯৫
আপনার মতামত লিখুন :