অনলাইন ডেস্কঃ চার বছরের ছোট বোনকে বাঁচাতে কুকুরের সাথে লড়ায় করে নিজে ক্ষতবিক্ষত হয়েছেন ৬ বছর বয়সী এক শিশু । আহত ভাইয়ের গালে একটা দুইটা নয় প্রাই ৯০ টির বেশি সেলাই দিতে হয়েছে । এই সাহসিকতার জন্য অনেকেই তার প্রসংসা করেছেন । হলিউড অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে তার এই সাহসকে কুর্নিশ জানিয়েছেন । এখানেই শেষ নয়, সাহসিকতার জন্য এই শিশুটিকে সাম্মানিক বিশ্ব চ্যাম্পিয়ান উপাধি দিয়েছে (WBF) ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশন। খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গন মাধ্যম সহ কলকাতা ২৪ । জানাগেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াওমিং প্রদেশ গত ৯ জুলাই চার বছরের ছোট বোনের সাথে ছিল এই ব্রিজার । তখন শেফার্ড প্রজাতির কুকুর একটি কুকুর তার বোনের দিকে তেড়ে আসেন কিন্তু ৬ বছরের ব্রিজার উপায়ন্তর না পেয়ে কুকুরের সামনে দাঁড়িয়ে যান । পরে ছোট বোন রক্ষা পেলেও কুকুরের কামড় থেকে শেষ রক্ষে পাইনি ব্রিজার । কুকুকের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাথাড়ি কামড় খান ব্রিজার । তার বাম গালে শক্ত কামর বসিয়ে ক্ষান্ত হয় শেফার্ড প্রজাতির কুকুরটির । পরে তাকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুরুতর আহত ব্রিজারের ২ ঘণ্টা অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ব্রিজারের গালে ৯০টিরও বেশি সেলাই দিতে হয় । ব্রিজারের এই সাহসিকতার ঘটনা তার চাচি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপরই রাতারাতি হিরো হয়ে উঠে ৬ বছরের শিশুটি। সবাই তার সাহসের প্রশংসা করে।
আপনার মতামত লিখুন :