এক পকেটমার এর গল্প


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ /
এক পকেটমার এর গল্প

আমার পকেটমার হয়ে গেছে.!! পকেটে ছিলই বা কি? সব মিলিয়ে ২০০ টাকা!! আর

একটা চিঠি যা আমি মাকে লিখেছিলাম যে আমার চাকরি চলে গেছে এখন টাকা পাঠাতে পারবনা। সেই পোস্টকার্ড নিয়ে ঘুরছিলাম কিন্তু কেন যেন পাঠাতে ইচ্ছা করছিলোনা!!

এমনিতে তো ২০০ টাকা খুব বেশি টাকা না কিন্তু যার চাকরি চলে গেছে তার কাছে একটু বেশিই!!

কিছুদিন পর মার একটা চিঠি পেলাম!! নিশ্চয় টাকা পাঠানোর জন্য হবে!! কিন্তু চিঠি পড়ে আমি একটা ধাক্কা খেলাম মা লিখেছে “বাবা তুই যে ৫০০ টাকার মানিঅর্ডার পাঠাইছিস সেটা পাইছি!!” আমি চিন্তা করতে লাগলাম এই মানিঅর্ডার কে করলো??

কিছুদিন পর আমি আরেকটা চিঠি পেলাম। খুব খারাপ হাতের লিখা ছিল অনেক কষ্টে পড়লাম।

ওটাতে লিখা ছিলঃ

.

.

.

– ভাই, ২০০ টাকা তোমার আর ৩০০ টাকা আমার মিলিয়ে তোমার মাকে মানিঅর্ডার করে দিছি! চিন্তা করো না! মা তো সবারই এক রকমই হয় তাই না?? সে কেন না খেয়ে থাকবে?

ইতি-

তোমার পকেটমার ভাই

ছোট গল্প বিভাগের আরো খবর

আরও খবর