কিছু নেই- জাহাঙ্গীর আলম


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ /
কিছু নেই- জাহাঙ্গীর আলম

নেই নেই নেই,

এটা নেই সেটা নেই

ভালোবাসার কথা নেই

অন্যায় ছাড়া ন্যায় নেই

কিছু নেই কিছু নেই!

পূর্নিমার হাসি নেই

পেটভরা ভাত নেই

দূর্বলের ছায়া নেই

ঘুষ ছাড়া চাকুরি নেই

নেই নেই নেই কিছু নেই !

বসন্তের রুপ নেই

রৌদ্রের মাথা নেই

বর্ষার বর্ষা নেই

ভালো মানুষের খোঁজ নেই

কিছু নেই কিছু নেই !

প্রকৃতির শোভা নেই

নদীর শ্রোত নেই

শান্তির নীড় নেই

হত্যা ছাড়া কথা নেই

নেই নেই নেই কিছু নেই  !

শিক্ষার সমাজ নেই

গুরুজনের কথা নেই

নিন্দার কেন নেই

প্রশ্ন ছাড়া জবাব নেই

নেই নেই কিছু নেই !

ইসলামের জয় নেই

মসলমানদের একতা নেই

ইহুদীদের বিচার নেই

মিথ্যার বিনাশ নেই

নেই নেই নেই কিছু নেই কিছু নেই!

রচনাঃ ০৫ জানুয়ারী ১৯৯৫