মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : মে ৮, ২০২১, ১১:০৭ পূর্বাহ্ণ /
মানবতার ফেরিওয়ালা স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী

তেঁতুলবাড়ীয়া প্রতিনিধিঃ  পৃথিবীতে যতগুলো মহান ও পবিত্র পেশা রয়েছে শিক্ষকতা তার মধ্যে অন্যতম । একজন আদর্শ পিতা-মাতার সমতুল্য সম্মান করা হয় । শুধুমাত্র বিদ্যালয়ের পবিত্র শিক্ষাকতা করলেই যে শুধু শিক্ষক হয়া যায় এমনটিও নয় । আমরা প্রত্যেকেই নিজ নিজ যায়গায় একএক জন শিক্ষক এবং ছাত্র । কারন আমরা চলার পথে সব সময়ই কোথাও না কোথাও থেকে শিক্ষা গ্রহণ করি এবং দিয়ে থাকি । আমরা সবাই হয়তো শিক্ষক কিন্তু আদর্শ শিক্ষক কয়জন! এক জন আদর্শ শিক্ষক যেমন তার কর্ম দিয়ে ছাত্র ছাত্রীদের কাছে আদর্শ হয়ে থাকেন তেমনি তিনি তার সততা নিষ্ঠা ও কর্ম দিয়ে তার সমাজের কাছে আদর্শ হয়ে থাকেন । তেমনি একজন আদর্শ শিক্ষক এবং সত্যের দিশারী প্রতিবাদি কণ্ঠস্বর হচ্ছেন তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সুনামধন্য আদর্শ শিক্ষক নুরুন্নবী (B.S.C)

তিনি তার কর্ম জীবনের প্রথম থেকে ছাত্র ছাত্রীদের মাঝে একজন আদর্শ শিক্ষক এবং অভিভাবক এক জলন্ত উদাহারণ। শুধু বিদ্যালয় এর জন্যই নয় বরং তিনি তার গ্রাম এবং সমাজের কাছেও এক জন আদর্শ মানুষ। গ্রাম এর  মানুষের জন্য তিনি বিনাশার্থে তাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।  সব  সমাজের উন্নয়নের জন্য নিপিড়ীত মানুষ এর জন্য তিনি কাজ করে চলেছেন । যার জন্য গ্রামের সবার কাছে তিনি এক জন আদর্শ । যার প্রমান নিলে এলাকার মসজিদ কবরস্থান এর ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হয়েছে । আমরা এখন কথায় কথায় কোন ছোট খাটো ঝামেলা হলেই মামলায় জড়িয়ে পড়ি ।  কিন্তু তিনি তার সমাজের অনেক বড় বড় সমস্যাও পারিবারিক ভাবে বা সমাজে বসে সেটার সমাধান করে থাকেন। তিনি এমন এক জন আদর্শ মানুষ যিনি মাথায় করে ইট বালি ইত্যাদি নিয়ে সমাজের মসজিদ কবরস্থান রাস্তা ঘাট এর জন্য কাজ করছেন স্থানীয়রা জানান “মাস্টার সাহেব সব সময় মানুষের জন্য জন্য কল্যাণ মূলক কাজ করে থাকেন। তার কাছে কেউ কোন কাজ নিয়ে গেলে তিনি কখনো না করেন না। নিজের সব টুকু চেষ্টা করে মানুষ এর জন্য কাজ করেন” । স্কুল শিক্ষক মোঃ নুরুন্নবী এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি জানান আমরা সবাই এই ধরণীতে অল্প দিনের জন্য এসেছি। আমাদের প্রত্যেকের উচিৎ নিজ নিজ জায়গা থেকে মানুষ এর  কল্যাণের জন্য কাজ করা । তবে কাজ করলেই যে সেটা প্রচার করতে হবে এমনটি নয়।  আমাদের কাজের লক্ষ হয়া উচিৎ উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন।