প্রযুক্তিঃ মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করা উইন্ডোজ ৭ অথবা ৮.১ এর মত সহজ নয় । যারা লিমিটেড ব্যান্ডউইথ (ডেটা) ব্যবহার করেন তাদের জন্যে উইন্ডোজ ১০ অটো আপডেট একটা বিশাল ভয়াবহ ব্যাপার । মাইক্রোসফট যখনই উইন্ডোজ ১০ এর নতুন কোনো আপডেট রিলিজ করেন, তখন ব্যবহারকারীকে না জানিয়েই স্বয়ংক্রিয় ভাবে উইন্ডোজ ১০ এর সেই আপডেটগুলো ডাউনলোড করে নেয় । একবার আপডেটে অনেক ডেটা খরচ হয়ে যায় । যা অনেকের কাছে বিরক্ত কর । তবে, অটো আপডেটের প্রধান সমস্যা হলো, এটা ব্যবহারে অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট নিয়ে নেয় ।
আমি আজ কিছু কৌশল দেখাবো যা থেকে আপনারা নিজে নিজে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন ।
আপনার সংযোগটি যদি WiFi সংযোগ হয়ে থাকে, তবে উইন্ডোজের ১০ এর এই সেবাটি আপনি ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ ১০ সাধারণত নিয়মিত বা সাপ্তাহিক আপডেট প্রদান করে এবং সবগুলো আপডেট ব্যাকগ্রাউন্ডে হিডেন ভাবে চলমান থাকে । সেক্ষেত্রে আপনি মিটারেড কানেকশন সব গুলি বন্ধ করে দিয়ে, অটো আপডেট বন্ধ রাখতে পারেন , ফলে আপনার পিসি কিছুটা ফাস্ট কাজ করবে । এটা চালু করার প্রক্রিয়া:
বি.দ্র: পুনরায় আপডেট চালু করতে ‘Set as metered connection’ এ গিয়ে সিলেক্ট করুন ‘Off’ । এটা শুধুমাত্র WiFi কানেকশনের ক্ষেত্রে প্রযোজ্যহবে । Ethernet বা সরাসরি ব্রডব্যান্ড লাইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এই কৌশলটি বেশ কার্যকর। এটা সব ধরনের কানেকশনে কাজ করে। এ পদ্ধতিতে আপডেট বন্ধ করাও সহজ। যেভাবে বন্ধ করবেন:
বি.দ্র: পুনরায় আপডেট চালু করতে Startup Type টি Automatic করে দিন । উইন্ডোজ অটো আপডেট বন্ধ হয়েগেছে তবে অন্যন্য ক্ষেত্রেও আপনার ডেটা চার্জ হতে পারে সে ক্ষেত্রে আপনার পিসির চলমান Applications গুলি চেক করে দেখুন । বিশেষ করে চমলান গেম মাইক্রোসফট নিউজ ইত্যাদি ।
আবু জার গিফারী (জাহিদ)
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
ধানমন্ডি, ঢাকা ।
Email: jahid1300@gmail.com
আপনার মতামত লিখুন :